১. কারো মনে আঘাত দিও না,
সুখী হতে পারবে না|
ভালবাসতে না পারো,
অভিনয় করো না ।।
২. মনে রেখো,,
কারো চোখের পানি,
তোমার জীবনে অভিশাপ
হয়ে ঝরতে পারে ।।
৩. অচিন পুরের কোন এক রাস্তার অতিথি ছিলে তুমি,,
পথ ভুলে চলে এলে সঙ্গী হলাম আমি।।
পথ খুঁজে পেতেই চলে গেলে তুমি,
হয়েগেলাম আগের মতো সেই একা আমি..!
৪. তোমায় আমি ভেবে ভেবে রাত করি পার.
তোমার কাছে পেলাম শুধু কষ্ট উপহার।।
ভেবেছিলাম তুমি আমার মন বাগানের ফুল..…
সেটাই ছিল লাইফে এ আমার বিরাট একটা ভুল।।
৫. এই পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে
থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়,
কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হয়,
তাই, যেটা ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়,
মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।।
৬. কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন.. কিছু
আশা ভেঙ্গে যায় নীরবে.. কিছু
৭. স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে..
কিছু মানুষ, দুরে হারায় কিছু না বলে!
৮. কান্নার জল সবাই দেখে,
হৃদয়ের কষ্ট কেউ দেখেনা,
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে,
কিন্তু না পাওয়ার বেদনা সার,
জীবন এ ও ভুলা যায়না.!
৯. অতিরিক্ত মন খারাপ হলে মানুষ,
একেবারে নীরব নিথর হয়ে যায...।
একা থাকতে ভালোবাসে। কারন,
তখন তার সমস্যাকে নিজের মত।।
১০. দেখে না কিংবা মূল্যায়ন করে না।
তাই মন খারাপের বেলায়,
একাকীত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী।।
১১. কাউকে ভালবাসি বোঝানোর,
সবথেকে বড় অনুভূতি হল
কান্না করা, কারণ,
যার জন্য কান্না আসে না।।
১২. তার প্রতি কখনও ভালবাসা থাকে না,,
জোর করে হাসা যাবে কিন্ত,
কান্না করা যাবে না।।
১৩. আমি তোমাকে ভালোবাসি কেন জান?
কারণ তুমি আমাকে কষ্ট দাও,,
কারণ তুমি আমায় ঘৃণা কর্,
কারণ তুমি আমার থেকে অনেক,
দূরে চলে যেতে চাও।।
১৪. তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমাকে কেবল তোমাকেই,
ভালোবেসে নিজের সারা জীবন ,
কাটিয়ে দেব।।
আমার মনের এই নিঃস্বার্থ ,
ভালোবাসা কেবল তোমার জন্য, কেবলই ,
তোমার জন্য।
১৫. আমার উপস্থিতি হয় যদি তোমার,
কষ্টের কারণ,
কথা দিলাম হবে না আর তোমার,
সীমানায় আমার আগমন,,
0 Comments